রেফারাল প্রোগ্রাম
প্রিয় গ্রাহক,
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। কৃতজ্ঞতা স্বরূপ, আমরা আপনাদের জন্য একটি আকর্ষণীয় রেফারাল প্রোগ্রাম চালু করেছি। নিচে এ সংক্রান্ত শর্তাবলী উল্লেখ করা হলো –
রেফারাল প্রোগ্রামের শর্তাবলী :
১. রেফারার হতে হলে অবশ্যই আভা বিডি নেটওয়ার্কের বিদ্যমান গ্রাহক হতে হবে।
২.নতুন গ্রাহক রেফার করার সময় রেজিস্ট্রেশন ফর্মে রেফারারের ইউজার আইডি (আভা বিডি নেটওয়ার্ক কর্তৃক প্রদত্ত) এবং ফোন নম্বর প্রদান করা বাধ্যতামূলক।
৩. সফল রেফার বিবেচিত হওয়ার জন্য নতুন গ্রাহকের সংযোগ চালু থাকা এবং প্রথম মাসের বিল পরিশোধ করা আবশ্যক।
৪. রেফারারের প্রাপ্ত বিলিং ডিসকাউন্ট রেফার করার পরবর্তী মাসের বিলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হবে।
৫. একজন গ্রাহক যত খুশি ততজনকে রেফার করতে পারবেন এবং প্রতিটি সফল রেফারের জন্য একবারই ডিসকাউন্ট পাবেন।
বিশেষ দ্রষ্টব্য :
এই অফার আভা বিডি নেটওয়ার্কের অন্য কোনো চলমান অফারের সঙ্গে সমন্বয় বা পরিবর্তন করা যাবে না।
কোম্পানির নীতিমালার আওতায় যেকোনো সময় এই অফার পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষিত।
আভা বিডি নেটওয়ার্ক
আপনাদের সঙ্গেই এগিয়ে চলছি !
কল করুন : 9639 429 429, 01907 774 888