Pay Bill
Skip the hassle of manual updates and pay your Internet bill directly through your online platform or mobile app. Their automatic billing system ensures a seamless experience. Here is the step by step procedure on how to pay online.
বিকাশ “পে বিল” এর মাধ্যমে “Ava Bd Network” এর ইন্টারনেট বিল পরিশোধ করুন:
![]() | পিন নম্বর দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে লগইন করুন এবং “পে বিল” অপশনে ট্যাপ করুন. |
![]() | “পে বিল” অপশনে আপনি ইন্টারনেট ট্যাপ করে “Ava bd Network” সিলেক্ট করুন. |
![]() | “বিল সময়সীমা” অপশনে বিল মাস উল্লেখ করুন এবং ”কাস্টমার আইডি দিন” অপশনে আপনার User ID (যেমন : 1204 অথবা G1204 অথবা yousuf) দিন। আপনার User ID টি আপনাকে দেয়া User Card এর লিখা আছে এবং আপনার দেয়া মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হয়েছে । |
![]() | বিল এর পরিমান চেক করে পরের ধাপে যেতে ট্যাপ করুন এবং আপনার বিকাশ পিন নাম্বর দিয়ে এগিয়ে যান। |
![]() | “পে বিল “ সম্পন্ন করতে স্কিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন। |
বিকাশ “পেমেন্ট ”এর মাধ্যমে আপনার ইন্টারনেট বিল কোন চার্জ ছাড়াই পেমেন্ট করুন এই নাম্বারে 01907 774 884 অথবা পেমেন্ট করতে স্ক্যান করুন ।
নোটঃ পেমেন্ট করার জন্য অবশ্যই আপনার User ID সঠিকভাবে প্রদান করুন। আপনার User ID আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে পাঠানো হয়েছে। User ID সঠিক ভাবে না লিখলে বিল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে না। যদি আপনি আপনার আইডি না জানেন, তবে জানতে আমাদের সাথে যোগাযোগ করুন : 09639 429 429, 01907 774 888.
নগদ অ্যাপ দিয়ে যেভাবে Ava bd Network এর ইন্টারনেট বিল প্রদান করবেন :
![]() | পিন নম্বর দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টে লগইন করুন এবং “বিল পে ” বাটনে ট্যাপ করুন. |
![]() | “Biller”এর ঘরে “Ava bd Network” অথবা 1903 লিখে “Ava bd Network” সিলেক্ট করুন. |
![]() | ”ব্যবহারকারীর নাম” ঘরে আপনার ৪/৫ সংখ্যার User ID লিখুন (যেমন : 1204 অথবা G1204 অথবা yousuf ) দিন। আপনার User ID টি আপনাকে দেয়া User Card এর লিখা আছে এবং আপনার দেয়া মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হয়েছে এবং “বিলের মাস“ ঘরে মাস সিলেক্ট করুন এবং তথ্যটি যাচাই করুন। |
![]() | তথ্যটি যাচাই করে পরের ধাপে যেতে ট্যাপ করুন এবং আপনার নগদ পিন নাম্বর দিয়ে এগিয়ে যান। |
![]() | “বিল পে “ সম্পন্ন করতে স্কিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন। |