গোড়ান বিল কালেকশন ব্যক্তি
মোঃ আকাশ উজ্জামান
গোড়ান বিল কালেক্টর
বিল পরিশোধ সংক্রান্ত জরুরি নির্দেশনা
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আভা বিডি নেটওয়ার্ক এর পক্ষ থেকে মোঃ আকাশ উজ্জামান, ID No- ABN007 শুধুমাত্র গোড়ান POP এলাকার বিল কালেকশন করার দায়িত্বে আছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই এলাকার গ্রাহকগণ অনুগ্রহ করে অন্য কোনো ব্যক্তিকে বিল প্রদান করবেন না।
☑️ যদি কোনো গ্রাহক অন্য কোনো ব্যক্তিকে বিল পরিশোধ করেন, তবে তার দায়ভার আভা বিডি নেটওয়ার্ক বহন করবে না।
☑️ নিরাপদ, নির্ভরযোগ্য ও দ্রুত বিল পরিশোধের জন্য অনুগ্রহ করে বিকাশ “পে বিল” / “পেমেন্ট” অপশন ব্যবহার করুন।
(বিস্তারিত জানতে ক্লিক/ভিজিট করুন : Pay Bill )
☑️ বিকাশে পরিশোধের সময় অবশ্যই User ID (যেমন : G1000 উল্লেখ করুন।
বিল সংক্রান্ত যেকোনো বিষয় ও আমাদের সার্ভিস সম্পর্কিত সহায়তার জন্য কল করুন।
9639 429 429
01907 774 888